টুম্পা এখন ব্যস্ত ভীষণ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ নভেম্বর, ২০১৭, ০৫:০৫:৩৮ বিকাল

টুম্পাম‌নির জ্বর হ‌য়ে‌ছে

যা‌চ্ছে শরীর পু‌ড়ে

খাওয়া দাওয়ায় মুখ রো‌চেনা

মার‌ছে ছু‌ড়ে দূ‌রে।

অষু‌ধেও তালবাহানা

বক‌ছে আ‌বোল তা‌বোল

জ্বর সার‌লে ঘুর‌তে যা‌বে

দি‌ল্লি‌তে নয় কাবুল।

ঠিক আ‌ছে তা নি‌য়ে যাব

যেথায় মন চায়

তার আ‌গে নিয়ম ক‌রে

অষুধ খাওয়া চাই।

খে‌তে হ‌বে বিস্বাদ তবু

শরীর পা‌বে জোর

নইল বল কেমন ক‌রে

ঘুর‌তে যা‌বে দূর।

টুম্পাম‌নির জ্বর সে‌রে‌ছে

বলল ডে‌কে আমায়

হি‌সেব ক‌রে বল ক'‌দিন

স্কুল গে‌ছে কামায়?

টুম্পাম‌নি স্কু‌লে যায়

ব্যস্ত ভীষণ আজ

সি ডা‌ব্লিও, এইচ ডা‌ব্লিও

অ‌নেক অ‌নেক কাজ।

বিষয়: বিবিধ

৫২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384513
২৭ নভেম্বর ২০১৭ রাত ০৯:৪২
হতভাগা লিখেছেন : এত জায়গা থাকতে কাবুল কেন ?
২৯ নভেম্বর ২০১৭ রাত ০১:২৭
317161
বাকপ্রবাস লিখেছেন : মিল খাওয়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File