চল মাঠে যাই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ নভেম্বর, ২০১৭, ১২:৫০:০১ দুপুর
বই পড়েনা শিশুরা আর মোবাইল ট্যাব পেলে
খেলাধুলায় গা ভরায়না ডিজিটাল গেইম খেলে
দুদিন বাদে
পড়বে ফাঁদে
শরীর মনে মিল হবেনা অনিয়মে দিন গেলে।
ঘরে বসে দিন কাটালে বাড়বে শরীর তবে
ভাবছ হয়তো ভালইত নাদুস নুদুস হবে
বড় যখন
হবে তখন
ফুলতে ফুলতে ঢুলতে ঢুলতে অচল হয়েই ররে।
হাপাতে হাপাতে দিনটা যাবে চোখে চশমা দিয়ে
উঠতে বসতে তাল পাবেনা আস্ত শরীর নিয়ে
থাকতে সময়
ছাড়ো প্রণয়
হেসেখেলে বাড়ুক শিশু খেলুক মাঠে গিয়ে।
বিষয়: বিবিধ
৫২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন