চল মাঠে যাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ নভেম্বর, ২০১৭, ১২:৫০:০১ দুপুর



বই পড়েনা শিশুরা আর মোবাইল ট্যাব পেলে

খেলাধুলায় গা ভরায়না ডিজিটাল গেইম খেলে

দুদিন বাদে

পড়বে ফাঁদে

শরীর মনে মিল হবেনা অনিয়মে দিন গেলে।

ঘরে বসে দিন কাটালে বাড়বে শরীর তবে

ভাবছ হয়তো ভালইত নাদুস নুদুস হবে

বড় যখন

হবে তখন

ফুলতে ফুলতে ঢুলতে ঢুলতে অচল হয়েই ররে।

হাপাতে হাপাতে দিনটা যাবে চোখে চশমা দিয়ে

উঠতে বসতে তাল পাবেনা আস্ত শরীর নিয়ে

থাকতে সময়

ছাড়ো প্রণয়

হেসেখেলে বাড়ুক শিশু খেলুক মাঠে গিয়ে।

বিষয়: বিবিধ

৫০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384515
২৭ নভেম্বর ২০১৭ রাত ০৯:৪৮
হতভাগা লিখেছেন : ঢাকা শহরে কি এখন খেলার জন্য খোলা মাঠে আছে তেমন ? থাকলেও সেখানে ৮/১০ পার্টি চলে আসে। আর যেহেতু বেশীর ভাগ লোকেরা পরষ্পরের সাথে পরিচিত নয় বা ব্যাক গ্রাউন্ড জানে না তাই ছেলেপেলে যদি মাঠে না গিয়ে ঘরে বসে ডিজিটাল গেম খেলে তাতে বাবা মা বারণ করতে পারে না ।
২৯ নভেম্বর ২০১৭ রাত ০১:২৪
317159
বাকপ্রবাস লিখেছেন : বিষয়গুলো মাথায় ছিল। যেহেতু ছড়া তায় সব লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তখন আর ছড়া থাকবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File