টুম্পামনি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ নভেম্বর, ২০১৭, ০৫:২৮:৩৭ বিকাল
স্কুলে যায় টুম্পামনি স্কুল ছেড়ে আসে
টুম্পার সাথে হাজার তারা মিটমিটিয়ে হাসে।
লিখতে জানে টুম্পামনি লিখে স্বরবর্ণ
শিখতে জানে টুম্পমনি সদা সজাগ কর্ণ।
পড়তে জানে টুম্পামনি পড়ে অ আ
গুনগুনায় টুম্পামনি গাইতে বললে, 'না।'
ছবি আঁকে টুম্পামনি আঁকে শহর গ্রাম
ছবিগুলো স্বপ্নে আসে, কোথায় পেল প্রাণ।
উঠছে বেড়ে টুম্পামনি বাড়ছে চারপাশ
যাচ্ছে বেড়ে লতাপাতা যাচ্ছে বেড়ে ঘাস।
বাড়ছে বাড়ুক মহাকাশ তার নিত্যবাড়া
তুইযে আমার টুম্পামনি শুণ্যসব তুই ছাড়।
বিষয়: বিবিধ
৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন