প্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ নভেম্বর, ২০১৭, ১১:৫২:৩৩ সকাল
ট্রেন যায়, বাস যায়, প্লোন যায় উড়ে
আপন মানুষগুলো চলে যায় দূরে।
বাবার পথ চেয়ে মা, ছেলে মেয়ে
প্রতিক্ষার দিন গুণে আছে সবে চেয়ে।
বাবারও মন চায় প্রবাস জীবন ছাড়ি
একদিন সে ফিরে যাবে নিজ ঘরবাড়ি।
কতকথা মনে পড়ে কতশত স্মৃতি
সবকিছু ছেড়ে যেন হয়ে আছে ইতি।
কাছের মানুষগুলো যায় কেন দূরে
বাস যায়, ট্রেন যায়, প্লেন যায় উড়ে।
বিষয়: বিবিধ
৬৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন