রাজনীতিটা বুঝা হয়নি মামার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ নভেম্বর, ২০১৭, ০৩:১৪:৪৪ দুপুর
রাজনীতিটা বুঝতে চাইছে মামা
বলল আমায় সংবিধানটা নামা
দেখতে হবে ধারা উপধারা
নির্বাচনে মাঠে নামার তাড়া।
কী লিখেছে মিলছেনাতো কিছু
পড়ছে যত হচ্ছে মাথা নিচু
অধিকারের অনুচ্ছেদটা খুলে
গেল মামার মাথাটা যে গুলে।
দেখল মামা হিসেব নিকেশ করে
লাভের গুড় সরকারেরই ঘরে
অধিকারের ষোল আনায় মিছে
বিরোধী দল থাকে মুখ খিচে।
না না বাপু রাজনীতিটা থাক
সবকিছুতে গলাতে নেই নাক
আলমারিটা নিজের হাতে খুলে
সংবিধানটা রাখল মামা তুলে।
বিষয়: বিবিধ
৬৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝতে সেটা বোকা আমরা হারিয়ে ফেলি খেই
রাজনীতিতে না না না না
মন্তব্য করতে লগইন করুন