ছেলেবেলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ নভেম্বর, ২০১৭, ০১:৪৯:০৯ রাত

ইচ্ছেগু‌লো পাখীর ডানা

ই‌চ্ছেগু‌লো ঘু‌ড়ি

ই‌চ্ছেগু‌লো কাট‌ছে টানা

চাঁ‌দে চরকা বু‌ড়ি।

ই‌চ্ছেগু‌লো খেলার মা‌ঠে

ই‌চ্ছেগু‌লো সাঁতার

ই‌চ্ছেগু‌লো নদীর ঘা‌টে

বৃ‌ষ্টি ভেজা ছাতার।

ই‌চ্ছেগু‌লো পড়তে ব‌সে

ই‌চ্ছেগু‌লো খাতায়

ই‌চ্ছেগু‌লো অঙ্ক ক‌ষে

ঘুম চো‌খের পাতায়।

ই‌চ্ছেগু‌লো ছে‌লে‌বেলায়

ই‌চ্ছেগু‌লো হা‌সে

ই‌চ্ছেগু‌লো স্মৃতির ভেলায়

আজও কেবল ভাসে।

বিষয়: বিবিধ

৭০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File