দোয়েল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ অক্টোবর, ২০১৭, ০৫:০৯:৩৮ বিকাল
সেইযে কবে শিষ দিয়েছে যায়নি শোনা আর
আশায় আশায় তাকিয়ে থেকে ব্যথা হল ঘাড়
দোয়েল তুমি এসো
একটু ভালোবেসো
সস্তায় তোমায় পাবো বলে হৃদয় তোলপাড়।
দোয়েল দেবে দশ হাজারে কী যে খুশী সবে
অপেক্ষাতে ছিলাম শুধু আসবে বল কবে
দু'শো টাকায় দিচ্ছে
কেউ কি আর নিচ্ছে?
কিন্তু আছে লেপটপ নয় পেনড্রাইভ তবে।
বিষয়: বিবিধ
৭৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন