শিশু পরিচর্যা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ অক্টোবর, ২০১৭, ১২:০৮:৩২ দুপুর
ছোটদের পড়ালেখায় আনন্দ চাই
ধরে বেঁধে রেখোনা বন্দী খাঁচায়।
শিশুরা শিশু তায় শিশুর স্বভাব
বড়রা বোঝেনা বোঝের অভাব।
শিশুদের শেখা তায় খেলার ছলে
আগ্রহটা থেমে যায় কঠিন হলে
লেখাপড়া ছেড়ে তায় পালিয়ে বেড়ায়
বড়রা ধরে আনে বন্দী ডেরায়।
ছোটছোট শিশুরা স্কুলে যায়
কতশত প্রশ্নরা ঘুরপাক খায়
একেএকে দুই হয় দুইয়ে একে তিন
যোগ বিয়োগ গুণ ভাগ শিখে প্রতিদিন।
ডিজিটাল শিশুরা স্কুলে যায়
কম্পিউটার মাউস পেলে ক্লিক করা চায়
ডিজিটাল পাঠশালায় শিখে কত কী
ফুলপাখী গাছপালা করে আকাআকি।
শিশুদের মন বোঝে করলে আদর
দুষ্টুমির মাত্রায় হবেনা বাঁদর
মন বুঝে ক্ষণ বুঝে করলে শাসন
শিশুরাই উন্নতির গড়বে আসন।
বিষয়: বিবিধ
৬৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিশুদের পড়ালেখার ব্যাপারে আজাকাল অভিবাবকরা বেশি আদিখ্যেতা দেখায়।
মন্তব্য করতে লগইন করুন