আর কেঁদনা সুষমা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ অক্টোবর, ২০১৭, ১১:৪২:২২ সকাল



সুষমা কাঁদছে টিপটিপ বৃষ্টি

কেউকেউ খাচ্ছে ছোপছোপ মিষ্টি।

কেউকেউ হাসছে আহআহ ভাবটা

কেঁদোনা কেঁদোনা খেয়ে নাও ডাবটা।

সুষমা কেঁদনা বুঝে নিও নীতিটা

তোমাদের প্রতি নেই কারোকারো প্রীতিটা

কারোকারো রয়ে গেছে সন্দেহ তায়

দেখা যাক জল গিয়ে কোথায় গড়ায়।

সুষমা ভেবনা দেখে নিও ঠিকঠিক

মিলমিশ হয়ে গেলে হবে পিকনিক।

আমরা যারা গোবেচারা চাওয়া একটাই

শেষমেশ ফলাফলে জিতুক দেশটাই।

বিষয়: বিবিধ

৬১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384196
১৪ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:০৫
আবু জারীর লিখেছেন : আল্লাহর মাইর আলোমের বাহির। কেব অস্ট্রেলিয়ায় গেছে
১৪ অক্টোবর ২০১৭ সন্ধ্যা ০৬:১৫
316930
বাকপ্রবাস লিখেছেন : ঘটনা যেদিকেই যাক, তার আমলেইতো ফাঁসি দেয়া হয়েছে, সুতরাং ভাগাভাগিটা তারা তারাই, ইদানিং নতুন একটা ট্র্যাক লক্ষ্য করছি সেটা হলো হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদ এর সাথে আওয়ামিলীগ এর মান অভিমান এর আভাস, শুতরাং খেলাটা ভারত বনাম আওয়ামিলীগ খেলবে, তবে অন্যদের চান্স দিবেনা কোন প্রকার।
384199
১৪ অক্টোবর ২০১৭ রাত ০৮:১৪
হতভাগা লিখেছেন : সবাই বিদেশে পাড়ি জমানোর ধান্ধা খোঁজে
384201
১৫ অক্টোবর ২০১৭ রাত ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সুসুমা স্বরাজ ঠিক থাকলেই চলবে। এইটার খবর ার কে লয়!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File