--- নীড়---
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ অক্টোবর, ২০১৭, ০৬:০৩:০৯ সন্ধ্যা
একটা নীড়
কতো রাত নির্ঘূম হিসেব নিকেশ
কতো পথ ঘুরে ঘুরে দেশ বিদেশ
একটা নীড়
কৃচ্ছতায় দৈনন্দিন জীবন যাপন
মান অভিমান সম্পর্কের বাঁধন
একটা নীড়
তুলতুলে দু'টো হাত ছেড়ে আসা
ফিরে এসে ধরব বলে স্বপ্নে ভাসা।
একটা নীড়
বৃদ্ধ বাবা চশমা মুছে পত্রিকা পড়ে
ছেলেটা আবার কবে ফিরবে ঘরে।
একটা নীড়
ফেলে আসে লাখে লাখ রোহিঙ্গার দল
ফিরে তাকায় শেষ দেখাটায় আসে জল।
বিষয়: বিবিধ
৫৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন