নাইয়র
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ অক্টোবর, ২০১৭, ০৯:৫৩:৩৪ রাত
হড়ে যাইতাম কেন গইত্যাম
বুঝায় হ'না চায়
উমামার মা নাইয়র গেলে
আইসতো কা ন'চায়।
অ মারে মা এতো ফিরিত
শরমে মরি যায়
নাইয়র আইলে ফিরিত ঝরি
ফরে ডেবডেবায়।
হতায় হতায় ছেত গরি
উড়ো কিয়াল্যায়
ন আইস্যো তুঁই, থাহি জ
মনে যতো চায়।
মাস ফুরাইলে আই যাইয়ুম
রাধিবারি হ
কেন গরি সংসার চলে
এবার বুঝি চ।
আত্তন আর গম নলার
হত্তে আইবা হ
কেন গরি ফরান ফুরের
বুঝাইত ফাইরতাম ন।
আইস্যুম আইস্যুম দুইয়ান দিন
বিশ্রাম লইতে দ
রাতা কুরা বান্ধি রাইক্কে
কুরা হায় য।
বিষয়: বিবিধ
৬৯৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন