যাচ্ছি কোথায় জানা নাই

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ অক্টোবর, ২০১৭, ০৩:৩৮:৪৪ রাত

যদি জোর করো বেহেস্ত যাবোনা

দোযখ তবেনা

রিকশা ভাড়া নেই অপিষ যাবোনা

তা হবেনা।

হেটে যাই আরো যাই

অনেক দূর

দিনে যাই রাতে যাই

অচিনপুর।

যদি জোর করো আর খাবোনা

কোর্মাপোলাও

পান সিগারেট তাও খাবোনা

চনা ছোলাও।

যেতে হয় যাচ্ছি তায়

যাচ্ছি যাই

বেহেস্ত যাবার ইচ্ছে নাই

দোযখও তাই।

বিষয়: বিবিধ

৫৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File