হায় সভ্যতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ অক্টোবর, ২০১৭, ০৪:০৮:৫২ রাত
সীমান্ত পার সাধ্য কার?
যা চলে যা মায়ানমার
মারলে তোকে আমার কি?
জাতে মুসলিম হিন্দু নি?
তাড়াচ্ছে দেখো ভারত সেনা
হিন্দু জাতি তায় বলে
মারছে দেখো মায়ানমার
বৌদ্ধ জাতি তায় বলে।
ঠাঁই হলো তায় বাংলাদেশ
মুসলিম জাতি তায়
ধর্মগুণে চলছে নিধন
সভ্য মানুষ নাই।
বিষয়: বিবিধ
৮৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন