মধ্যবিত্ত
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ অক্টোবর, ২০১৭, ০১:৫০:৫২ রাত
চাঁদের নেই আলো তাতেই ঢের ভালো
সূর্যটাকে আড়াল করে রাত্রি নেমে এলো।
আমার নেইযে গুণ গিন্নী তেলেবেগুন
বন্ধবীদের গাড়ীবাড়ি ব্যংকক হানিমুন।
সূর্য বলল তায়! কতো আলো চায়?
অসীম আলোয় ঝলসে গিয়ে হবে পুড়ে ছায়।
রাত্রি না এলে জীবনকি আর চলে
নিদ্রাবিহীন ইঞ্জিন গাড়ীর থামবে বিকলে।
মাসের শেষ দিকে মন হয়ে যায় ফিকে
ধারকর্যের হিসেব নিকেশ ঘুরছে চারদিকে।
গিন্নী বলল থাক, যে যেখানে যাক
আমার শান্তি মধ্যবিত্তে খেলে ঘুরপাক।
বিষয়: বিবিধ
৪৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন