বাক প্রবাস
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ অক্টোবর, ২০১৭, ১১:৩৪:৪৪ সকাল
সকাল বেলার ঘুম কাটতে চায়না রেশ
কম্বলে বাড়ায় ওম মন ছুটে যায় দেশ।
বাজে ক্রিং এলার্ম ছুটতে হবে কাজে
প্রবাসে কি পেলাম ভালো লাগেনাযে।
রিয়ালে পরোটা দুই সাথে হালুয়া কুচি
জানি ফোটাবে সুঁই নিম্নমুখী রুচি।
ফুটছে গরম পানি কড়া লিকার চা
নাক ছিটকাবে জানি হাবিজাবি খা।
ভাবছো তুমি কি তোমার মনটা জানে
আমার ছেলেমানুষি ভীষণ আমায় টানে
সেসব দিনগুলি রাখা আছে কোমায়
রাত্রি মনখুলি গল্প আমায় শোনায়।।
বিষয়: বিবিধ
৬৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন