চাটার দল ঘোলাজল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:০৭:২০ রাত
চাটার দল ঘোলাজল
*************************
সুবীর ভৌমিক ঘাস কেন কাটেনা
গরু মরে গোয়ালে খবর সে রাখেনা।
ওবায়দুল চিল্লায় গেল মরে গেলরে
পীর বাবা তেলতেলে তৈলাক্ত যেনরে।
মোজা বাবু অপেক্ষায় জল ঘোলা হলে
পরকামী সুখ তবে, তবেই পেট চলে।
আমির ছিল বীর নেই ডর ভয় তার
রানীর আচলে গীট মারে সাধ্য কার!
তবু যারা তলে তলে করে যায় হল্লা
আছে বীর সেনাদল কেটে নেবে কল্লা।
সুবিরের কাটে ঘোর কাটে ঘাস বেলা দুই
ভন্ড পীর ভয়ে মরে খাটের তলায় শুই ।
চাটার দল ঘোলাজল করে যায় চেষ্টা
ছেটে তায় লড়ে যায় লাল সবুজ দেশটা ।
বিষয়: বিবিধ
৭০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন