পরকীয়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০৮:১০ বিকাল

পরকীয়ার সমাধান খুব একটা সফল হয়না। একটা পথ আছে পরকীয়া কর তবুও সংসারটা টিকে থাকুক। অন্য পথটা হলো বিচ্ছেদ। তৃতীয় পথ হলো স্বামিকে বুঝেয়ে সঠিক পথে নিয়ে আসা। এই পথটা কঠিন তবে অসম্ভব নয়।

চিত্রপটটা রোহিঙ্গা ইস্যুতে ভারত এর সাথে বাংলাদেশ ও মায়ানমারের ত্রিমাত্রিক সম্পর্কটার ছাছে ভেবে দেখুন। এই পরকিয়ার ফলাফল কি হতে পারে...

বিষয়: বিবিধ

৬২৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384012
১৯ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০:২৩
হতভাগা লিখেছেন : ভারত মায়ানমারের মিলনের মাঝখানে পড়ে বাংলাদেশের দফা রফা
১৯ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০:৫৩
316835
বাকপ্রবাস লিখেছেন :
মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে বাংলাদেশ। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে। রবিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের মধ্যে এক বৈঠকে এ চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাইস ফেডারেশনের (এমআরএফ) ভাইস প্রেসিডেন্ট মি. অং থান উ।
সোমবার বিকেলে সচিবালয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

চাল কিনার ফলাফল দেখে বুঝতে কি পারছেন? ভারতকেই সমর্থন দিচ্ছি আমরা, দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক আছে বলেইতো ট্রেডিং হয় সরকারীভাবে, চালটা বেসরকারী ভাবে হচ্ছেনা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File