বাংলার আকাশ রাখিব উন্মোক্ত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫৯:১৫ দুপুর



কেমনতর সরকার

আকাশসীমা লঙ্ঘন করল

প্রতিবাদ দরকার।

ঘুমালে কি আর চলে

ঘুমাও তোমরা রাজপ্রশাসন

খোকন পাকায় দলে।

আসুক আবার দেখি

গুলতি হাতে খোকার দল

সীমান্তে দিল রেকি।

লজ্বা পেল সবে

তবুও সরকার ঘুমিয়ে রইল

জাগবে বল কবে?

বিষয়: বিবিধ

৬৪০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384011
১৮ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০২:৪৪
হতভাগা লিখেছেন : এই ডামাডোলে জন্তু লারমারা কামড়াকামড়ি শুরু করলে মহাপ্যারা ঘটবে ।

হাসুবু পারে পার্বত্য অন্চলে ব্যাপক সেনা ডিপ্লয় করে বার্মাকে ফাঁপড়ে রাখতে এবং চামে জন্তু লারমাদের শেপে নিয়ে আসতে।

ওরা চপার উড়িয়েছে? আমরা মিগ উড়াবো।
১৮ সেপ্টেম্বর ২০১৭ দুপুর ০৩:২৬
316834
বাকপ্রবাস লিখেছেন : পাহাড় নিয়ে আমি শংকিত, তারা জুম্মাল্যান্ড বানাতে চায়, চান্স খুঁজতেছে এবং দল পাকাচ্ছে, তাল দেবে মায়ানমার আর ভারত, আমাদের উচিত আপনার ফর্মূলাটা এপ্লাই করা, কিছু কিছু ধরে মায়ানমার পাঠানো, তোমাদের দেশে যাও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File