হাল ছেড়না নেজাম

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫৬:০২ সকাল



বাবা ছিয়ানব্বই, মা সাতাশি

দেখতে পায়না চোখে

কেমন করে মগ তাড়াবে

সাধ্য কার রুখে?

ছেলের বয়েস কতো?

জানতে চেয়োনা অতো

নেজামের চোখে স্বপ্নঘোর

বাঁচার চেষ্টা যতো।

মা বলেছে পালিয়ে যা

আসছে মগের দল

বেঁচে থাকলে দেখা হবে

বাবার চোখে জল।

নেজাম কি আর ছাড়ে

বাঁচামরা একসাথেই হোক

দুই ঝুড়ি দুই ঘাড়ে

নেজাম সবই পারে।

পয়ত্রিশ কিলো হেঁটে

মংডু পেছন ফেলে

তিনটা প্রাণ রইল বেঁচে

মা-বাবা আর ছেলে।

নেজাম তোমায় সেলাম

ভন্ড পৃথিবী ছায় হয়ে যাক

পেলাম তোমায় পেলাম

যোগ্য সন্তান পেলাম।

# হাল ছেড়না নেজাম / বাকপ্রবাস

------------------------------------------------------------------

নেজামের কাঁধে দুটি ঝুড়ি। একটিতে বাবা, অন্যটিতে মা। বাবার বয়স ৯৬, মায়ের ৮৭। দুজনের কেউই চোখে দেখতে পান না, বেশিদূর হাঁটতেও পারেন না। তারা এপারে আসতেও চাননি। যে ভূমির আলো বাতাসে যুগের পর যুগ কাটিয়েছেন সেখান থেকে কে আসতে চায়! তারা কেবল চাইছিলেন সন্তানকে এপারে পাঠিয়ে পুনর্জন্ম দিতে! হয়তো অপরাধবোধও ছিলো, সন্তানদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে পারেন নি বলে। কিন্তু নিজাম তা মানতে পারছিলেন না।

বৃদ্ধ বাবা মায়ের কী হবে, কী করবেন নিজের ঈশ্বরদের! এসব ভাবতে ভাবতে দুইদিন কেটে যায়। হয়তো কিছুদিন পর স্বাভাবিকভাবেই তাদের মৃত্যু হবে। এরপরও মিয়ানমার সৈন্যদের হাতে বাবা-মায়ের মৃত্যু যেনো না হয়, সেটাই চাইছিলেন নেজাম। যাঁরা তাঁকে জন্ম দিলেন তাঁদের মৃত্যুর মুখে রেখে কোনোভাবেই এদিকে পা এগুচ্ছিলো না।

কাকুতি মিনতির পর অবশেষে বাবা-মা রাজী হন। কিন্তু রাজী হলেতো শেষ নয়। দক্ষিণ মংডুর যেখানে নেজামদের বাড়ি, সেখান থেকে সীমান্ত অন্তত ৩৫ কিলোমিটার। কোনো গাড়ি নেই। দুই পা-ই একমাত্র বাহন। অবশেষে সিদ্ধান্ত নিলেন, সে বাহনেই বাবা মাকে নিয়ে রওয়ানা হবেন।

ঘরের মালামাল নেয়ার ঝুড়িতে তুলে নিলেন বাবা মাকে। তারপর হাঁটা শুরু। সারাদিন হেঁটেছেন, রাতে জিরিয়েছেন। পরদিন আবার হাঁটা শুরু। রাস্তা, জমি, পাহাড়, জঙ্গল, নদী পার হয়ে পাঁচদিন পর পৌঁছলেন বাংলাদেশে!

গতকাল দুপুরে কুতুপালংয়ে দেখা হয় নেজামের সাথে। পুত্রের বহন করা ঝুড়িতে তখনো ঘুমাচ্ছিলেন বাবা মা। বলছিলেন, এতোটুকু পথ পাড়ি দিয়েছেন তাতে তাঁর কোনো কষ্ট নেই। বাবা-মাকে এখানে আনতে পেরেছেন, এটাই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।

এমন নেজাম কয়জন আছে ?

# আজহার মাহমুদ

বিষয়: বিবিধ

৫৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383997
১৭ সেপ্টেম্বর ২০১৭ সকাল ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : সংগ্রহের জন্য বাক প্রবাসকেও সালাম। অনেক দিন পর মুলাকাত। সবাইকে সালাম।। Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose
১৭ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০:৩৯
316820
বাকপ্রবাস লিখেছেন : এবং আপনাকেও শুভেচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File