হায় সভ্যতা!

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:০৮:১৭ সকাল





পোড়ায় আগুন পুড়ে ছায়

পাশ ফিরে চলে যায়

রোহিঙ্গা কওম নিশ্চিহ্ন প্রায়

কেউ নিলনা তার দায়।

মিল না হলে ধর্মে, ভাষা আর চর্মে

কী অসহায় মা আর বোন

ধর্ষণ হয়ে যায় অবলিলায়।

আধুনিক সভ্যতা নিশ্চুপ

কেউ নিলনা তার দায়।।

আগুণে পোড়া শিশুটি

কাঁদছে জেগে নিশুতি

পোড়া চামড়া খসে

পঁচন ধরেছে সারা গায়।

আধুনিক সভ্যতা নিশ্চুপ

কেউ নিলনা তার দায়।।

হাঁটতে পারেনা বৃদ্ধ আর

অবস দেহটা চলেনা তার

জোয়ান ছেলেটা কাঁধে নিয়ে

খোঁজে আশ্রয়; পাবে কোথায়!

আধুনিক সভ্যতা নিশ্চুপ

কেউ নিলনা তার দায়।।

মারছে ধরে কাটছে

লাশের উপর নাচছে

পোড়া লাশের ধোঁয়ায়

আধুনিক সভ্যতা মিশে যায়।

রোহিঙ্গা কওম নিশ্চিহ্ন প্রায়

কেউ নিলনা তার দায়।।









বিষয়: বিবিধ

৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File