সূচির মুখে রুচি নেই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৫৯:৪৫ দুপুর
সূচির বাড়ি মায়ানমার
নোবেল আছে ঘরে
শান্তির নোবেল পেয়েছিল
দুষ্টু বুদ্ধি করে।
মুক্ত চিন্তা গণতন্ত্র
মৌলবাদ ঝেড়ে
বিশ্ব মোড়ল ভেবেছিল
মুক্তি আসবে তেড়ে।
অবাক চোখে দেখল সবে
নাফ নদীটা লাল
রক্ত নদী বয়ে গেল
বন্ধ সূচীর গাল।
সূচির মুখে রুচি নেই
খাইনা তেমন আর
কথা কয়না চেয়ে থাকে
নুইয়ে রাখে ঘাড়।
অ সূচি তুই খাস কি?
লাশ আরো চাস কি?
রোহিঙ্গা যদি পাও
অমনি ধরে ঘাপুস ঘুপুষ খাও।
বিষয়: বিবিধ
৭৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন