আর্জি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৫৬:১৩ বিকাল
কি সুন্দর বানাইলা খোদা অসীম এ দুনিয়া
গ্রহ তারার সংখ্যা যে আর হয়না শেষ গুনিয়া।
ছোট্ট একটা পৃথিবী, তার মাঝে বাস
মানুষগুলো দখল নিয়ে করে দম্ভের চাষ।
যে যার মতো ভাগ পেয়েছে আমরা কিছু বাদে
ভিটেমাটি উচ্ছেদ হয়ে রোহিঙ্গা জাতি কাঁদে।
মারছে মানুষ, কাটছে মানুষ, পুড়ছে মানুষ জিন্দা
মারছে শিশু, বৃদ্ধ জোয়ান করছেনা কেউ নিন্দা।
মা বোনেরা দুইবার মরে ইজ্জতে মরে প্রথমবার
কোলের শিশু কেড়ে নিয়ে খুঁচিয়ে মারে প্রাণ তার।
কী বিভৎস, কী বিভৎস দেখার নয় তাই দেখছেনা
রোহিঙ্গ জাতি ফুরিয়ে গেলে কারো স্বার্থে ঠেকছেনা।
ঠাঁই যদি নাইবা দিলে পাঠালে কেন দুনিয়ায়
যেদিকে যাই তাড়া খেয়ে মৃত্যুর ডাক শুনতে পাই।
মৃত্যু না'হয় মেনেই নিলাম মরতেই যখন হবে
মানুষ গুলো মানুষ হবে সান্তনা পাবো তবে।
বিষয়: বিবিধ
৭৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন