দোহায় লাগে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪২:৫৯ সকাল
গানটা যে গেয়ে দিলি তালটা কি ঠিক ছিল?
কোন তালে গাইলি তুই ঘিলুর স্ক্র লুজ ছিল।
ভাত ছিটালে কাক আসে টাকা ছিটালে সুন্দরী
তোর গান শুনলনা কেউ দেখল নাচন মনজুড়ি।
নাচটা যে নাচালি তুই তালটাকি আর ঠিক ছিল?
কোন তালে নাচলো বল টেলিভিশন ঘামছিল।
দোহায় লাগে এমন কান্ড করিসনা আর কাঙ্গালি
গাইবি তুই নাচাবি বউ শরমে মরে বাঙ্গালী।
বিষয়: বিবিধ
৬৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে দেশে হয় না কভু কেউ সমাদর
সবাই থাকে সমালোচনায় মুখর
সে দেশে হবে কি কোন কিছু সুন্দর ?
ডঃ মাহফুজ বহুমুখী প্রতিভা
নয় সে কোন যা তা
করে নাকো ভনিতা
গায়ক হিসেবে এবার ছড়াবে তার নামটা
ছুড়তে মন চাইছিল
মন্তব্য করতে লগইন করুন