নাফ নদীর রক্ত প্রবাহ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৩১:১৭ বিকাল



আল্লাহও নিরব বুদ্ধও নিরব

আমরা আছি চেয়ে

কী অসহায় কী জঘণ্য

সবল দূর্বল পেয়ে।

মারছে মানুষ কাটছে মানুষ

মানুষ মানুষ মিলে

জাতে জাতে মিল না হলে

রহম হয়না দিলে।

পঞ্চপান্ডব এক না হলে

থামেনা আর যুদ্ধ

যতই ডাকি নেইতো সাড়া

আল্লাহ কিংবা বুদ্ধ।

কাটছে মানুষ মারছে মানুষ

মরছে মানুষ দলে

কী অসহায় জাতে ধর্মে

অন্য মানুষ হলে।

একেই বলে মানব শ্রেষ্ঠ

সৃষ্টির সেরা জীব

হিংস্রতায় যে সবার সেরা

জঘণ্য পাশবিক।



(জাতিসংঘ এর কাছে অনুরোধ, রোহিঙ্গাদের বিনামূল্যে বিষ সরবরাহ করা হোক, যাতে ওদের ওপর নির্যাতন হবার আগেই সুসাইড করতে পারে, এভাবে জঘন্য অত্যাচারে মরার চাইতে বিষ খাওয়াটা অনেক স্বস্তিদায়ক হবে। আমরাও একটু নিশ্চিন্ত হবো, মৃত্যুটা কষ্টের হয়নি। )

বিষয়: বিবিধ

৬২৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383903
০১ সেপ্টেম্বর ২০১৭ সন্ধ্যা ০৭:৩৯
হতভাগা লিখেছেন : এবার সূচিকে অশান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হউক
০১ সেপ্টেম্বর ২০১৭ রাত ০৮:১৯
316768
বাকপ্রবাস লিখেছেন : Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File