আরাকানের খুকুমণি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৭, ০১:৩৩:০০ রাত
মা ডাকে খুকুমণি
কোথায় গেলি আয় এখনি।
রক্তিম মেঘ আকাশে
ঝড়ের বেগ বাতাসে।
আগুন ঝড় আরাকানে
পালাও পালাও যে যেখানে
পুড়লো ভিটে ঘরবাড়ি
পোড়া গন্ধ আকাশ ছাড়ি।
ছাই ভস্ম চারপাশে
খুকুমণি না আসে।।
কাঁপছে দুরু মায়ের মন
খুঁজলো সারা পাহাড় বন
রইল বাকি নাফ নদী
খবর দিও পাও যদি।
ডাকলো শকুন আশপাশে
খুকুমণির লাশ ভাসে।।
বিষয়: বিবিধ
৬৭৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন