- আত্মঘাতি সরকার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৭, ০৬:১৩:০৩ সন্ধ্যা

ক্ষমতার দাপটে অন্ধ হয় কেউ কেউ। আগে পরে আর ভাবেনা, বর্তমানটাই যেন অমিয় সত্য। নিজের বিছানো জালে আটকে পড়ার ঘটানা মনে করিয়ে দিতে খুব বেশী দূর যাবার প্রয়োজন নেই। গত বাইশ জুন এর খবরের শিরোনাম, "নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় সেনাবাহিনীর বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।"

সরকার যখন স্বপক্ষ্যের আর প্রতিদ্বন্দিবিহীন তায় নিজেদের ক্ষমতা এমন দানবিয় ভেবেছিল যে সাতটা লাশ ইট কংক্রিট দিয়ে পানিতে তালিয়ে দিলে কিইবা আসে যায়! যার কোন প্রমাণই নেই তার আবার বিচার! কিন্তু লাশ ঠিকই ভেসে উঠেছে, বিচারও হয়েছে, ফাঁসির আদেশ বহালও আছে। সবকিছু নিজেদের দখলে থাকার পরও জাহাজ যখন মাঝ দরিয়ায় আটকে যায় তখন খাবার সংকট আর হাঙ্গর থেকে বাঁচার জন্য সহকর্মীদেরই বিসর্জন দিতে হয়।

এ যেন আত্মঘাতি আওয়ামিলীগ। বিচার বিভাগ, প্রধান বিচারপতি আর ষোড়শ সংশোধনি বাতিল নিয়ে যেসব অমিয় বাণী বিভিন্ন নেতা কর্মীরা পয়দা করেছেন তার সারমর্ম আত্মঘাতি ছাড়ি আর কিইবা হতে পারে।

তাদের অভিযোগ রায় এসেছে বাহির থেকে, সেই অভিযোগটিই যুদ্ধ অপরাধীদের বিচারকার্য চলাকালীন উঠেছিল, যেন সেটাই প্রমাণ করা হল, রায় আসে বাহির থেকে।

প্রধান বিচারপতি রাজাকার, তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল সংখ্যালঘু হতে ইত্যাদি কথাগুলো স্বয়ং আত্ববিরোধ, তায় এসবের আর ব্যাখ্যারও প্রয়োজন নেই। নিজেই যেখানে বলছে অনিয়ম করেই ওনাকে প্রধান বিচারপতি করা হয়েছে শুতরাং নিয়োগদাতাদের বিচার এর কথা ভবিষ্যতেই উঠতেই পারে।

আর যেসব হুমকি ধমকি আসছে এগুলো যেনে উপরে থুথু ফেলার সামিল। আমার নিয়োগকৃত প্রধান বিচারপতিকে আমি থুথু মারছি। মা বাবার সন্তান বলে তারা সন্তান এর হন্তারক হবার অধিকার যেমন নেই তেমনি নিজে নিয়োগ দিয়েছেন বলে থুথু মারারও অধিকার নেই। তারও বিচার এর প্রশ্ন আসতে পারে।

সবকিছু মিলে এক উদভ্রান্ত দল যেন। বিষয়টা এমন ধনীর দুলালি সন্তান, তার কোন অভাব নেই, প্রাচুর্য আর প্রাচুর্য। আমুদে থাকতে থাকতে নতুন কোন আমোদ খোঁজে না পেয়ে ইয়াবা নেশা ধরেছে এমনই এক আত্মঘাতি নেশায় মত্ত যেন বর্তমান সরকার।

বিষয়: বিবিধ

৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File