------চল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ আগস্ট, ২০১৭, ০৪:০৫:৫৭ রাত
চল ডুবে যাই
ডুবে মরে যাই
মরে ভেসে উঠি
তবু লড়ে যাই।
প্রেমে পরাজয় থাকতে নেই।।
আয় গড়ে যাই
গড়ে সরে যাই
সরে দূর থেকে
দেখে বুক ভরায়।
বীরের লোভ থাকতে নেই।।
আই চল নামি
নেই থামাথামি
ক্লান্তির নেই সময়
ভিজি আর ঘামি।
শুদ্ধ প্রেমে ভ্রান্তি থাকতে নেই।।
বিষয়: বিবিধ
৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন