নারীবাদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ আগস্ট, ২০১৭, ০৬:৫৯:৪০ সন্ধ্যা
হুমকি তোমার নিত্যদিনের ঘর সংসার করে
যাচ্ছ কুড়ে মরে।
লেখাপড়া করলে এতো চুলোতে জীবন পার
আর দেবেনা ছাড়।
ছেলেমেয়ে ঘর সংসার সামলাবো আর কতো?
বাড়ছে মনো ক্ষত।
অধিকারের ষোল আনা কড়ায় গন্ডায় চাও
ছাড় দেবেনা ফাও।
কে করেছে মানা, হোকনা তবে তায়
চলো পাল্টে যাই।
অপিস শেষে বাজার হাতে ফিরবে তুমি ঘরে
রাধবো তার পরে।
মাসের শেষে গুণে দেবে বাড়ি ভাড়ার টাকা
তবেই ভালো থাকা।
ভিড় ঠেলে ঝুলবে বাসে খুঁজবে যখন দিস
বলব আমি ইশ।
নানা বাপু থাক, মরছি এবার ডরে
ভালোই আছি ঘরে।
ওসব কাজ পুরুষকেই মানায় নারীর কাজ নয়
বুঝিয়ে বললেই হয়।
রাগছো কেন মিছে, আর হবেনা ভুল
টানছি নিজের চুল।
নারীবাদ, ওইম্যান চ্যাপ্টার মূল্য আছে তারো
মূর্খ বাড়ে আরো।
বিষয়: বিবিধ
৬৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিত্যদিনের ভরণপোষণ তাও ?
নারী জাতি বেজায় চতুর
খরচ করে করবে ফতুর
সুযোগ খুঁজে সব কিছুতে পেতে শুধুই ফাও
জব/ক্যারিয়ার ফাঁপড় তুলে
সংসারের দায় থাকে ভুলে
পুরুষ তুমি শুধুই ধোঁকা খাও
মন্তব্য করতে লগইন করুন