স্বাভাবিক বন্যা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ আগস্ট, ২০১৭, ১২:১৬:২৫ দুপুর



জীবনের সঞ্চয়, স্বপ্নের পাল ছাড়ি

বন্যায় ভেসে যায় থাকার ঘরবাড়ি।

ক্ষুধার যন্ত্রণায় কাতর দেহ মন

কোলের শিশুটা নাগাল পায়না স্তন।

নির্বাক চোখগুলোয় ঝরে যায় ঝর্ণা

সাংবাদিক লিখে দেয় স্বাভাবিক বন্যা।

জীবন মৃত্যু সব স্বাভাবিকই বটে

যদি তা প্রকৃতির নিয়মেই ঘটে।

নদীর বুকে বাঁধ ধরে রেখে পানিটা

অসময়ে ছেড়ে দেয় হারামি জাতিটা।

প্রতিবাদ করবে কী? উল্টো দেয় ধরনা

সাংবাদিক লিখে দেয় স্বাভাবিক বন্যা।

ভাসবেইতো দেশটা ভরে গেছে দালালে

মরবে শুধু খেটে খাওয়া দুলাল, আলালে।

দুইপা দুই কুলে রাখে যারা স্বভাবে

সম্ভ্রম বিলায় যারা লালসার প্রভাবে।

তারতো নেই ভয় ইজ্জতের খতরনা

বেশ্যা তুই লিখে দে স্বাভাবিক বন্যা।



বিষয়: বিবিধ

৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File