কান্ড যতো আগষ্ট জুড়ে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৭, ০৫:৪২:১৮ বিকাল
যতো কান্ড ঘটে গেল বঙ্গবন্ধু জপ করে
দেখেই গেলাম তব্দ হয়ে কি আর হবে টক করে।
জানতো যদি বাংলার পিতা দেখতো যদি নিজ চোখে
বেহুস হতো কান্ড দেখে দেশ ভরেছে উজবুকে।
যাচ্ছে সয়ে কন্যা পিতার ভাবছে আহা রাম ছাগল
সব শালারই মাথা খারাপ লুটপাটে ঠিক হুস পাগল।
ভাবছে পিতা ওপার হতে কী আজব এই জাতি
জিন্দা যদি হতাম আমি পাছাই দিতাম জোর লাথি।
শোকের মাসে উল্টো রথ থাকে সবাই ফুরফুরে
নর্তকীরা নাচে গায় উৎসব যেন দেশ জুড়ে।
বিষয়: বিবিধ
৫৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুক্তিযুদ্ধের চেতনায় হবে উদ্ভাসিত তুমি বঙ্গবন্ধুর ভক্তিতে
লুটে খেতে হলে পর মুজিব কোট।
মন্তব্য করতে লগইন করুন