বন্যা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৭, ১১:৩১:৫৮ সকাল
চোখের জলে ভাসছে, বাড়ছে নদীর জল
ভাসছে টিনের চালা, গরু-বাছুর দল।
মায়ের হাত ছেড়ে, যাচ্ছে ভেসে শিশু
নিথর চেয়ে আছে ভগবান, আল্লাহ, যিশু।
চারিদিকে পানি, থৈথৈ উজান ঢল
এতো পানি তবু নেইতো খাবার জল।
ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের চাষ
ফেইসবুক মিডিয়ায় আগষ্ট শোকের মাস।
চলছে শোকের মাতম দেখছেনা কেউ বন্যা
শুনতে কী আর পাও! জাতীর দুই কন্যা।
কিসের রাজনীতি, কার জন্য এসব
যাচ্ছে ভেসে দেশ হচ্ছে ইস্যু প্রসব।
বিচারপতির বিচার করবে কোন জনে
ব্যস্ত মিডিয়া ব্যস্ত জনে জনে।
ভ্রুক্ষেপ নেই কারো বাড়ছে বন্যার ঢেউ
যার মরার সে মরুক, দেখার নাইতো কেউ।
চোখের জলে ভাসছে, বাড়ছে নদীর জল
ভাসছে অনিশ্চিত, বেঁচে থাকার সম্বল।
বিষয়: বিবিধ
৬২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশবাসী আজ বন্যায়
বন্যা দিদির জন্য।
মন্তব্য করতে লগইন করুন