বন্যা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ আগস্ট, ২০১৭, ১১:৩১:৫৮ সকাল



চোখের জলে ভাসছে, বাড়ছে নদীর জল

ভাসছে টিনের চালা, গরু-বাছুর দল।

মায়ের হাত ছেড়ে, যাচ্ছে ভেসে শিশু

নিথর চেয়ে আছে ভগবান, আল্লাহ, যিশু।

চারিদিকে পানি, থৈথৈ উজান ঢল

এতো পানি তবু নেইতো খাবার জল।

ডিজিটাল বাংলাদেশে উন্নয়নের চাষ

ফেইসবুক মিডিয়ায় আগষ্ট শোকের মাস।

চলছে শোকের মাতম দেখছেনা কেউ বন্যা

শুনতে কী আর পাও! জাতীর দুই কন্যা।

কিসের রাজনীতি, কার জন্য এসব

যাচ্ছে ভেসে দেশ হচ্ছে ইস্যু প্রসব।

বিচারপতির বিচার করবে কোন জনে

ব্যস্ত মিডিয়া ব্যস্ত জনে জনে।

ভ্রুক্ষেপ নেই কারো বাড়ছে বন্যার ঢেউ

যার মরার সে মরুক, দেখার নাইতো কেউ।

চোখের জলে ভাসছে, বাড়ছে নদীর জল

ভাসছে অনিশ্চিত, বেঁচে থাকার সম্বল।





বিষয়: বিবিধ

৫৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383794
১৬ আগস্ট ২০১৭ দুপুর ১২:০১
কাব্যগাথা লিখেছেন : ভেবেছিলাম আজকে আর ব্লগে দেবোনা কদিন আগে লেখা এই কবিতাটা| আপনার কবিতাটা পরে হটাৎ করে ইচ্ছে হলো আমারটাও ব্লগে পোস্ট করি| আপনার কবিতাটা ভালো লেগেছে| সবচেয়ে নিচের ছবিটা দেখে মনে হলো একবার বন্যায় ঠিক এমন একটি গ্রামে রাজশাহীর তানোরে (খুব সম্ভবত) আমরা ট্রেন দিতে গিয়েছিলাম সেটার কথা | ধন্যবাদ |
১৬ আগস্ট ২০১৭ দুপুর ১২:৩০
316711
বাকপ্রবাস লিখেছেন : মানুষ নিয়ে রাজনীতি ভাবেনা, তারা শুধু নিজেদের শক্তি জোগায় ত্রান খাবার জন্য, আপনাকেও ধন্যবাদ
383802
১৭ আগস্ট ২০১৭ দুপুর ০১:৩৩
হতভাগা লিখেছেন : মমতাদির মমতায়

দেশবাসী আজ বন্যায়
১৭ আগস্ট ২০১৭ দুপুর ০২:২৭
316714
বাকপ্রবাস লিখেছেন : ধন্য দিদি ধন্য
বন্যা দিদির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File