যতো ঋণি ততো ধনী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ আগস্ট, ২০১৭, ০৩:০৫:৫০ দুপুর
টাকা থাকলে ধনী আর
তার অভাবেই গরীব হয়
ধারের দেনা শোধ না হলে
চড়া সুদে ঋণি হয়।
গরীবের যায় ভিটেমাটি
আকড়ে থাকার সম্বল তাও
ধনী হয় ঋণ খেলাপি
দান মেরে খায় ফাও।
যার আছে যতো বেশী
ঋণের দায় দিগুন হায়
ধনি হলে দুটোই বাড়ে
গরীব হলে বাঁচা দায়।
*******************************************
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি বাণিজ্যিক ব্যাংকে নগদ অর্থ সঙ্কট দেখা দিয়েছে। এগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতিয়ার হাসান এ প্রসঙ্গে জাগো নিউজকে বলেন, একটি ব্যাংকের অপারেটিং ক্যাশ-ফ্লো ঋণাত্মক হয়ে গেলে বুঝতে হবে ওই ব্যাংকের নগদ অর্থের সঙ্কট দেখা দিতে পারে। এর প্রধান কারণ হলো বাহির থেকে ব্যাংকে যে পরিমাণ টাকা এসেছে, বের হয়ে গেছে তার থেকে বেশি।
বিষয়: বিবিধ
৬৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন