বেকার ভাবনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ এপ্রিল, ২০১৭, ০৬:০২:৩৮ সন্ধ্যা
বেকার আমি তাই দুই পয়সার নাই দাম
যে যাই বলুক সয়ে যেতে হয় গায়ের চাম।
হাসি, ঠাট্টা, খুনসুটি যে যা করুক, থাক
বেকার মানে থাকতে নেই তার রাগ।
জ্ঞান, বুদ্ধি, যার যতো সব দেয়া যায় তাকে
বেকার বলেই সইতে হবে কথার ঝালের ঘাকে।
বেকার আমি, দুদিন বাদে একটা কিছু হবে
তখন সবাই পিঠ চাপড়ে সাবাস সাবাস কবে।
বিষয়: বিবিধ
৭৯২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লিংকাইলাম । দেইখ্যা লন , বাইছ্যা লন।
মন্তব্য করতে লগইন করুন