=- টান -=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৭, ০৫:৩৬:১৩ সকাল
উড়ছে আকাশ ঘুড়ি
লাটাই তোমার হাতে
ইচ্ছে তোমার সুতোয় টান
ঠুনকো অজুহাতে।
সুতোয় বাঁধা জীবন
ছেড়া সহজ নয়
তবুও ঘুড়ি সুতো ছেড়ার
চেষ্টা সবসময়।
ঘুরছে লাটাই হাতে
সুতোয় পড়ছে ঢিল
ভাবল ঘুড়ি স্বাধীন আজ
উড়ছে যেমন চিল।
যাচ্ছে ভুলে ঘুড়ি
শিকল পরার গান
ইচ্ছে ঘুড়ি পাড়ি দেবে
সুতোয় পড়ে টান।
বিষয়: বিবিধ
৭৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন