ঝগড়াঝাটি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ অক্টোবর, ২০১৬, ০৮:২৯:৪১ রাত
চিনি এবং লবণ লাগল ভীষণ লড়াই
লবণ বলে চিনি, কিসের এতো বড়াই।
চিনি ছাড়া মিষ্টি হয়না তবে জানি
তাতেওতো লবণ, লাগে একটুখানি।
টক, মিষ্টি, ঝাল কিংবা হোক তীতা
যায়কি ভাবা অন্য কিছু? লবণইতো মিতা।
চিনি বলে লবণ, বড্ড কথা বল
রান্না হচ্ছে পায়েস, দু'জন এবার চল।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি উঠলাম ভাগ্যিস
তাই রাত্রির হলো ভোর,
মানুষ বলে ধোত
তোর যুক্তিটা অদ্ভুত
আমরা ছিলাম বলেই দিলাম
সূর্য নামটা তোর।
আকাশ বললো থাক
ঐ উটকো তর্ক রাখ
দেখ আমার রঙেই ভোর,
মানুষ বললো বটে
শুধু মিথ্যে কথাই রটে
মানুষ জাগবে তবেই কাটবে
অন্ধকারের ঘোর।
সময় বললো না
আমি কিছুই মানছি না
ভোর আমার হাতেই বাধা,
মানুষ বললো থাম
তোর এমনিতেই বদমান
দুঃসময় তোরই নেয়াটা
জখন্য এক ধাঁধা।
বাতাস বললো সর
তোরা ঝগড়া করেই মর
যত ঝগড়ুটেদের ভঙ্গি,
মানুষ বললো বেশ
হোক ঝগড়া ঝাটির শেষ
আয় বুকের হাঁপরে সুবাতাস ভরে
ভোরকেই করি সঙ্গী।
মন্তব্য করতে লগইন করুন