=-০=-০=চোর=-০=-০=
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ অক্টোবর, ২০১৬, ০১:০০:০০ দুপুর
ফেইসবুক সুবাদে জানতে পারলাম এক ভাই এর বাসায় চুরি হয়েছে। পুরো পরিবারসহ গ্রামের বাড়িতে গিয়েছিলেন বেড়াতে।
আমরা এখন ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছি ফেইসবুকে। কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কখন ফিরে আসবো ইত্যাদি ছবিসহ।
ঘটনাটা আমাকে একটু করে ভাবালো।
ধরুন চোর আপনার ফেইসবুক ফ্র্যান্ড। আপনার নিত্য দিনের আপডেট থেকে জানতে পারছে সবকিছু, কখন কোথায় যাচ্ছেন, একা যাচ্ছেন নাকি পরিবার সহ, কখন আসবেন ইত্যাদি সব আপডেট পাচ্ছে। সুতরাং কোন রিস্ক নাই। কেউ যদি দেখেও ফেলে তাদেরকে আত্মীয় পরিচয় দেয়াটাও সহজ। যেহেতু সব জানাশুনাই আছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটার খুবই সম্ভবনা আছে, চোর থাকবে ফেইসবুক ফ্রেন্ড লিষ্টে।
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোরও চুরি করার এই এডভেন্চারাস সময়টার আপডেট না দিয়ে পারেই না ।
মন্তব্য করতে লগইন করুন