মুখোশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৪:০২ সন্ধ্যা
শান্তি চাই বলে সবাই অশান্তি করে রোজ
নিলে পাবেন খোঁজ।
জাতি-জাতি, ধর্মে-ধর্মে, বর্ণে-বর্ণে লড়াই
করছে আরো বড়াই।
ব্যক্তি বলুন, সমাজ বলুন, রাষ্ট্র বলুন সবই
সবারই এক ছবি।
আমি সেরা, আমরা সেরা, তোমরা যাও মরে
মারছে ধরে ধরে।
জ্বলছে আগুন দেশে-দেশে নিত্য কলহ
যুদ্ধ আবহ।
তবুও আমরা সৃষ্টির সেরা বড়াই করে বলি
বিবেক পায়ে দলি।
বিষয়: বিবিধ
৯০৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন