পাখির দেশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০৩:৪৩ দুপুর
চড়ুই বলে শুনরে টিয়া
ময়নার নাকি কাল বিয়া?
গাইবে দোয়েল, টুনটুনি
নাচবে ময়ূর তাই শুনি।
গাইতে চাইছে পাড়ার কাক
বলল শ্যামা এবার থাক
জানি তবে কণ্ঠ ভালো
রং যদিও ধূসর কালো।
হাসছে কুকিল চুপ করে
বসন্ত আসে তার স্বরে
কণ্ঠে যদি থাকে সুর
হারায় কালো অচিনপুর।
পাখপাখালির কলরবে
একেএকে আসল সবে
কী আনন্দ নাইতো শেষ
বাংলা মানে পাখির দেশ।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন