- বন্ধু

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৮:৪০ সন্ধ্যা

বন্ধু আমার মতের সাথী বন্ধু ভিন্নমতের

বন্ধু আমার পথের সাথী বন্ধু বিজয় রথের।

বন্ধু আমার মাখামাখীর এক থালাতে ভাত

বন্ধু আমার শেষ ভরসা খালি যখন হাত।

বন্ধু আমার সুখের সাথী বন্ধু আবার দুঃখের

বন্ধু আমার সুরের পাখী বন্ধু মনি চোখের।

বন্ধু ছাড়া যায়কি ভাবা সাতসাগর পাড়ি

বন্ধু মানে ঝগড়াঝাটি বন্ধু মানে আড়ি।

বন্ধু আমার পথের কাঁটায় আগলে ধরে ছাতা

বন্ধু আমার আঁকাঝোকায় রঙ্গীন খাতার পাতা।

বন্ধু আমার বোধের সাথী চাকের মধু খাটি

বন্ধু মানে হাতাহাতির ভাঙ্গা দুধের বাটি।

বিষয়: বিবিধ

৮৪২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377653
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
খুব সুন্দর!!

বন্ধু ছাড়া যায়কি ভাবা সাতসাগর পাড়ি
এখানে ছন্দপতন হয়েছে-
শব্দটা একটু ঘুরিয়ে নিলেই মিলে যাবে!

ঝর্ণাকলম ঝরাতে থাকুক!! Praying Praying
১৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:০২
312999
বাকপ্রবাস লিখেছেন : সপ্ত করে দেব?
২০ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:৩০
313062
আবু সাইফ লিখেছেন : যদি আপনার নেক মর্জি হয়Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File