একটা পাখী একলা গায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:২০:১৭ সন্ধ্যা

ছাদে এসো ছুঁবোনা হাত কথা দিলাম

সন্ধ্যায় এসো হবেনা রাত কথা দিলাম

এক আকাশ গল্প জমাট দিয়েছে কপাট

ভাবনাগুলো হরহামেশায় হচ্ছে নিলাম।

এক আকাশ তারার মেলা ছড়ায়ে আলো

রাত্রি হলে ডাকে আমায় লাগে ভালো

হাওয়া এসে দোল দিয়ে যায়, চমকে হঠাৎ

লোডশেডিঙ্গে বদলায় শহর নিকষ কালো।

সেইসব গল্প শুনবে শুধু কথা দিলাম

অজুহাতে ছুঁবোনা চুল কথা দিলাম

হাত দুই ব্যাবধানে দ্বিধা রেখো তফাৎ

একটা পাখী সঙ্গী পাক অপেক্ষায় ছিলাম।

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377603
১৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : প্রেমের কবিতা !
১৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২০
312960
বাকপ্রবাস লিখেছেন : হুম সাধারণত লেখা হয়না........
377610
১৬ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক বুঝিতে পারিলাম না!!
377618
১৬ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৮:২৪
হতভাগা লিখেছেন : পুরনো প্রেমিকার কথা মনে পড়ছে বুঝি এখন

আপনার জন্যই বানাইছে দাদারা টলিউডি ছবি প্রাক্তন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File