আট আনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৩৯:১১ রাত
কোরবানের কিছুুদিন পর কটকড়ি / শনপাপাড়ি ওয়ালা আসতো, হাড় কিনতেন, হাড়গুলো ঘরের বাইরে একপাশে ফেলে রাখতাম, আসলে বিক্রি করতাম আট আনা সের। ওজনে কম হলে একটু কটকড়ি অথবা শনপাপাড়ি দিতেন, বেশী হলেও বিক্রির টাকা নিতাম আর একটু কটকড়ি / শম্পাপড়ি চেয়ে নিতাম।
বাবাদের আমল গেছে এক আনা দুুই আনার। আমাদের আমল গেছে চার আনা আট আনার। পরবর্তী প্রজন্মের !!!
বিষয়: বিবিধ
১০৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন