গরু খাসির সংলাপ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০১:০৪:৩৭ দুপুর

গরু বলে খাসিরে চল যায় বাজারে

খা তাজা বাসিরে হও মোটা তাজারে

তাতে কাম

বাড়ে দাম

লাখে যাবো আমি তুই যাবি হাজারে।

খাসি বলে গরু ভাই খেয়ে আর কাজ নাই

কোরবানী কাছে এলে তবে খুব দাম পাই

বছর যায়

খবর নাই

খুদকুড়ো জোটেনা লতাপাতা ঘাস খাই।

গরু বলে তাইতো আগেতো ভাবিনাই

মাখে তেল শরীরে আগেতো মাখিনাই

চল রেগে

যাই ভেগে

চলনারে দূজনে একসাথে ভাগি যাই।

কীকরে যাই ভাই বাঁধা আছি খুঁটিতে

গোটাবাড়ী সরগম কোরবানীর ছুটিতে

দু'দিন পর

হবে ঝড়

দু'জনার ঠাঁই হবে তুলতুলে রুটিতে।

বিষয়: বিবিধ

৯৮৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377176
০৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৩৪
কাহাফ লিখেছেন :
প্রয়োজনের সময়ই বস্তুর মুল্যায়ণ ঘটে! এটাই প্রাকৃতি রীতি!
০৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৪৫
312656
বাকপ্রবাস লিখেছেন : হুমমমম, প্রপিক চেন্জ হইছে, মনে লয়, ভালো লাগছে
377178
০৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৪৪
ফখরুল লিখেছেন : ঈদের দিনে কোরবানি দেয়
জবাই করে পশু,
পশুত্ব কী জবাই করে
ও পাড়ার ঐ নশু?

সে না করুক আমরা কী ভাই
করতে পারি সবাই,
কোরবানিকে সামনে রেখে
পশুত্বকে জবাই?
০৫ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৪৮
312657
বাকপ্রবাস লিখেছেন : কোরবানী করি তবে যেন এক উৎসব
কোরবানীর মর্মটা মানিনাতো ভাইসব
আনন্দ হৈচৈ করে দিন করি পার
কোরাবানীর ত্যাগটাই করে দিই পুরো ছাড়
377234
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই দিনের অপেক্ষায় যেদিন উভয়ই হবে রান্না!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File