আব্বু এলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ আগস্ট, ২০১৬, ০৩:৩৪:৪৮ দুপুর
আব্বু আমার বিদেশ থাকে
নামটা ছেড়ে বুড়ি ডাকে
ছুটি পেলে দেখতে আসবে দেশে,
এখন আমি বসতে জানি
পরতে গিয়ে ধরতে জানি
আব্বু এলে ধরবো জড়ি ঠেসে।
আম্মু আমায় বকে যতো
আমি নাকি আব্বুর মতো
ভীষণ জেদি হাত-পা ছুড়ি রেগে,
আব্বু এলে আমায় রেখে
যাবে চলে রিকশা ডেকে
জ্বালাতনে যাবে নাকি ভেগে।
আমি বলি তা হবেনা
আব্বু এলে জেদ রবেনা
ঘুরবো সবাই একইসাথে,
আমি তখন গুটিগুটি
জড়াবো যখন পা দু'টি
হোঁচট খেলে ধরব বাবার হাতে।
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মজার মজার বানায় খাবার
কাকারা সব হা করে যে থাকে।
শুভ কামনা রইলো মা মনির জন্য।
দেশে ফিরবে কবে বলে নি তা অদ্য।
হাঁটতে শিখেছি আমি এইতো সদ্য
দেশে এসে আমায় নিয়ে লিখো যতো ছন্দ।
হাহাহা, অনেক আদর ও দোয়া মা মনি উমায়রার জন্য।
মন্তব্য করতে লগইন করুন