বিদ্যুৎ এলেগেলে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ আগস্ট, ২০১৬, ০৮:৪১:৫৬ রাত
বিদ্যুৎ গেলে জ্বলে মোমবাতি, হারিকেন
মশাদের গুণগুণ দলেদলে আসিবেন
দুইদিক কাতরাই
ঘুমচোখ হাতড়াই
তাল পাতার পাখাটা পিক করে হাসি দেন।
বিদ্যুৎ এলে আবার ঘুরে সিলিং ফ্যানটা
কাকাবাবু ঘুমে তার তুলে দেয় ঠ্যাংটা
ঘ্যাড়ঘ্যাড় গড়গড়
কোনটা কার স্বর!
বর্ষায় ঝিলে যেন ডাকে কোলা ব্যাংটা।
বিষয়: বিবিধ
৭৭৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন