চুপকথা - ২
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ আগস্ট, ২০১৬, ১২:২১:০৪ দুপুর
কইলে কথা লোডশেডিং চুপ থাকাটাই ভালো
কে'বা চায় বিদ্যুৎ ছেড়ে হারিকেনের আলো।
কয়লা ধূইলেও ময়লা যায়না রাখুন সেই যুক্তি
কয়লার ধোঁয়ায় "ফেসিয়াল মাস্ক" নতুন প্রযুক্তি।
ফারাক্কার বাঁধ খুলে দিল পাশের দেশের দাদা
পানি নাই ক্ষরায় মরি বলে কোন সে হারামজাদা!
ঢের হয়েছে ঢের সয়েছি আর সইবনা আর
কইলে কথা ধোলাই হবে আর হবেনা ছাড়।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কয়লার ধোঁয়ায় "ফেসিয়াল মাস্ক" নতুন প্রযুক্তি।
হাসুবুর কথার উপর আছে কি কোন যুক্তি ?
বিনে পয়সায় পাবেন ভাই রামপালে
হাসুবুর আমলে এ এক অনবদ্য আবিষ্কার
ক্রীম কোম্পানিগুলো চোখের জলে ভাসে।।
গত পরশুর সন্মলনে সবাই প্রভাবিত
বঙ্বন্ধু কন্যা উনি চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ
দেশের জন্য জান বাজি তার নেই যে কোন স্বার্থ
তাদের ধরে বাছাই করে করতে হবে আলাদা
একটা একটা ধরে ধরে ঢালতে হবে ঘোল
বুঝবে তবে কেমন মজা খালেদা মশগুল
কেরির সাথে খালেদার বৈঠক হচ্ছে বিকেলে
বুজানের সাথে এখন বৈঠক হচ্ছে জানে সকলে
আল্লাহই জানেন কি আছে ভাই আমাদের কপালে
যদিনা আমরা নিজেরা না বদলাই
মন্তব্য করতে লগইন করুন