- ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ আগস্ট, ২০১৬, ০৬:০৪:৫২ সন্ধ্যা
কবিতা আমার ভাল্লাগেনা
ছড়া পড়ি ছড়া
হোক টক, ঝাল কিংবা
হোক ভীষণ কড়া।
প্রেমের ছড়ায় পড়ুক বাজ
যাক ছুটে যাক দিল
ঝগড়াঝাটি শেষ হলে ফের
দু'জনার হোক মিল।
রাজার ছড়ায় রাণী আসুক
নীতি নাইবা থাকুক
ছড়ায় ছড়ায় দূর্নীতিটার
চিত্র উঠে আসুক।
শিশুর ছড়ায় লেংটা নাচুক
কোলের শিশুটা
নাচতে নাচতে নানির কোলে
দিক হিসুটা।
ঋতুর ছড়ায় গ্রীষ্ম, বর্ষা
শরৎ, হেমন্ত
শীতের শেষে কোকিল ডাকুক
আসুক বসন্ত।
কবিতা আমার ভাল্লাগেনা
ছড়া পড়ি ছড়া
ছড়া পেলে সব ভুুলে যাই
নাওয়া খাওয়া, পড়া।
বিষয়: বিবিধ
৯০৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন