- ব্যচলর বিভ্রাট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুলাই, ২০১৬, ০৮:০৭:১৬ রাত

ভাড়া ঘর ছেড়ে দাও ব্যচেলরে ভয়

বাড়িওয়ালা কয়।

মাথা গুজার ঠাঁই নেই যাবো কোথা চাচা

এনে দিন খাঁচা।

অভিযোগ আসে যদি জঙ্গির বাস

তবে সর্বনাশ।

বান্ধবী থাকে যদি হবে নাকি ছাড়!

লিভটুগেদার।

আরেকটু ভেবে দেখি দু'টো দিন যাক

রেখেঢেকে থাক।

থেকে থেকে শঙ্কায় বুকে নিয়ে ডর

আছে ব্যচলর।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375414
২৮ জুলাই ২০১৬ রাত ১২:৫৫
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো মাথা গুজার ঠাঁই নেই যাবো কোথা চাচা
এনে দিন খাঁচা। অনেক ধন্যবাদ
২৮ জুলাই ২০১৬ রাত ০৩:২৩
311275
বাকপ্রবাস লিখেছেন : খাঁচাতেই বাঁচা
৩১ জুলাই ২০১৬ রাত ০৩:১৭
311407
কুয়েত থেকে লিখেছেন : مرحبا بكم بارك الله فيك وجزاك الله خيرا وشكرا Good Luck
৩১ জুলাই ২০১৬ সকাল ১১:৩৮
311438
বাকপ্রবাস লিখেছেন : শুকরান
375441
২৮ জুলাই ২০১৬ দুপুর ০১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই টা তবে লিভ টুগেদার প্রমোট করার একটা পদ্ধতি হইতে পারে!!!
২৮ জুলাই ২০১৬ দুপুর ০২:৫৯
311299
বাকপ্রবাস লিখেছেন : উপায়তো নাই, উইটা প্রমোট হবে নিশ্চিত, উই উছিলায় সেটা স্টাবলিশ হবে
২৮ জুলাই ২০১৬ দুপুর ০৩:০০
311300
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ধন্যবাদ বাকপ্রবাসকে..
আসল উদ্দেশ্যটা দিলেন তো ফাঁস করে !!
৩০ জুলাই ২০১৬ রাত ০৩:৪৫
311345
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, হা হা হা আসলে হবে সেটাই, লিভটুগেদার বৈধ হয়ে যাবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File