হাজিরা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ জুলাই, ২০১৬, ১১:৩৫:১৬ সকাল
লেখা কিংবা খাবার বানানো কোনটাই হয়না তায় ব্লগ ফেইসবুকেও নিয়মিত নই। তবুও ভাবলাম হাজিরাটা দিই। নানা কিসিমের চিন্তা-দুশ্চিন্তায় আছি, উত্তরণের চেষ্টা চলছে। হয়তো আগামী ছমাস/বছর এভাবে ঝিমিয়ে কাটাতে হবে। আমি ভুলেই গেছি যে মাঝের মধ্যে ছড়া লেখার চেষ্টা করতাম। যাই হোক, ব্লগকে ফিল করি তায় হাজিরাটা দিলাম।
ছবিতে উমামা এবং উমায়রা।
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।
মন্তব্য করতে লগইন করুন