- সকলে সমান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জুলাই, ২০১৬, ১২:৫৯:০০ দুপুর
হাতি যেমন বড় প্রাণী মন থাকে প্রাণে
পিপড়ারও মন থাকে হাতি না জানে।
প্রাণী বড় হতে পারে মন এবং প্রাণ
ওড়ে গেলে হয়ে যায় দেহের অবসান।
-
তেমনই ধারা এক শিশিরের কাছে
মহাসাগর বড় অনেক সেটা জানা আছে।
দু'জনেরই প্রাণ গেলে মূল্যযে এক
মিছে কেন গর্ব কর কতো বড় দেখ!
বিষয়: বিবিধ
৭৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি হাতি আমি পিপড়া
তফাত একটাই
মন্তব্য করতে লগইন করুন