- ঈদের চাঁদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জুলাই, ২০১৬, ০৩:১৪:০৪ দুপুর
ঈদের চাঁদ দেখবে বলে
খোকা খুকির দল
বাড়ির ছাদে খেলার মাঠে
চলছে কোলাহল।
কেউ দেখেছে চিকন সাদা
কেউ দেখেছে গোল
ঈদের চাঁদ দেখতে কেমন
লাগল গন্ডগোল।
হল্লা শেষে খবর এলো
চাঁদ উঠেনি আজ
অপেক্ষা তায় একটা দিনের
পড়লো মাথায় বাজ।
বিষয়: বিবিধ
৯০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসবি ঈদের পরে
মন্তব্য করতে লগইন করুন